ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাকও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার রাজবাড়ীয়া কান্দির শরিফ মিয়া (২৫) ও বিজয়নগর উপজেলার কালিসিমা গ্রামের সাকিল (২১)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা-চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।