সখীপুর-বাটাজোর সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ৯ দশমিক ২২ কিলোমিটার সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, আরটিআইপি-২ প্রকল্পের আওতায় আরসিসি ও কার্পেটিং মিলে ৯ হাজার ২২০ মিটার দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের সড়কটির পুনর্বাসন কাজ শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন করবে মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৯৮৩ টাকা। সখীপুর পৌর শহরের জিরো পয়েন্ট থেকে দুই স্থানে মোট ১ হাজার ১৯৭ দশমিক ২ মিটার আরসিসি ঢালাই ও বাকি অংশ ৮ হাজার ২২ দশমিক ৮ মিটার কার্পেটিং করা হবে।
ওই সড়কে চলাচলকারী কীর্তনখোলা ধুমখালি এলাকার দুলাল হোসেন বলেন, সড়কটির পৌরসভার অংশটুকু খানাখন্দকে ভরা। ইটের সলিং থাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতকারীরা বিড়ম্বনার শিকার হচ্ছিলেন। সড়কটি মেরামত করা হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে মুখতার ফোয়ারা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ, স্থানীয় আ. লীগের সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।