হোম > ছাপা সংস্করণ

ভিপি নুরের দলে যোগ দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের দলে যোগ দিয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী। নুরের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাগুরা জেলা শাখায় যোগদানের বিষয়টি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন বরকত আলী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্যসচিব নুরুল হক নুরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যুব অধিকার পরিষদে যোগদান করেন মো. বরকত আলী। তাঁর সঙ্গে অন্যান্যদের মধ্যে যোগ দেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ার্দার, মুহাম্মাদ রাসেল।

তাঁরা গণ অধিকার পরিষদের সঙ্গে আজীবন থাকার বিষয়ে অঙ্গীকার করেন। পরে মুখে মিষ্টি তুলে দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্যসচিব নুরুল হক নুর।

এ বিষয়ে জানতে চাইলে মো. বরকত আলী বলেন, ‘আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করি। উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু কেউ আমাকে দাম দেয় না। সবকিছুতে আমাকে বঞ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি গণ অধিকার পরিষদের সঙ্গেই আছি। তাদের চিন্তা ইতিবাচক। দল ছোট হলেও জনসমর্থনে বড়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ