সব প্রসাধনীর মেয়াদ থাকে। বোতলের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। মেয়াদ শেষ হওয়ার পর সেই প্রসাধনী আর ব্যবহার করা উচিত নয়। নারকেল তেলের বেলায়ও একই ব্যাপার। কিন্তু ত্বক বা চুলে ব্যবহার করা না গেলেও মেয়াদ শেষ হয়ে যাওয়া নারকেল তেল গৃহস্থালির অনেক কাজেই ব্যবহার করা যায়।