হোম > ছাপা সংস্করণ

রুশ-মার্কিন বাগযুদ্ধে উত্তপ্ত জাতিসংঘ

ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে মার্কিন এবং রুশ প্রতিনিধিরা।

এতে ইউক্রেন ইস্যুতে দুই দেশ এবং ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জটিলতার দিকে যাচ্ছে। ইউক্রেন হামলার শঙ্কা না কমে বরং হুমকি বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি করেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যে পরিমাণ সেনা জড়ো করেছে তা কয়েক দশকের মধ্যে ইউরোপে আর দেখা যায়নি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রুশ দূত অভিযোগ করেন, সৈন্য সমাবেশের বিষয়টি যুক্তরাষ্ট্র অতিরঞ্জিত করে প্রকাশ করছে এবং রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য।

রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেন, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে এমন কোনো প্রমাণ কারও কাছে নেই। ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টিও জাতিসংঘের মাধ্যমে নিশ্চিত করা হয়নি। রাশিয়া নিজের ভূখণ্ডের মধ্যে প্রায়ই সেনা সমাবেশ করে থাকে এবং এ বিষয়ে ওয়াশিংটনের মাথা ঘামানোর কিছু নেই। বাইডেন প্রশাসনের বক্তব্য, বিবৃতি ও প্ররোচনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, চলমান সংকটের কূটনৈতিক সমাধান আছে বলে সব সময় বিশ্বাস করে ওয়াশিংটন। তবে রাশিয়া যদি ইউক্রেনে হামলা করেই বসে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। এর ফলাফল হবে খুবই ‘ভয়াবহ’।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজনকে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গত সোমবার বৈঠকে এ তথ্যও জানায় ওয়াশিংটন এবং লন্ডন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ