হোম > ছাপা সংস্করণ

এক দিনে দেওয়া হলো ৩ লাখ ৪০ হাজার টিকা

কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় বিশেষ ব্যবস্থায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

এদিন কুমিল্লার ১৯৪টি ইউনিয়নে ১ হাজার ৫০০ করে করোনার টিকা দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে দেওয়া হয়েছে ২৭ হাজার টিকা। এ ছাড়া শুধু লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০০ করে টিকা দেওয়া হয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে টিকা নিতে আসা টমছমব্রিজ এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেক আগে রেজিস্ট্রেশন করেছি। প্রথম ডোজের টিকা দেওয়া অনেক দিন বন্ধ ছিল। তাই টিকা নিতে পারিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুযোগ পেয়েছি। তাই হাতছাড়া করিনি। টিকা নিয়ে নিয়েছি।’

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, তাঁর ইউনিয়নের জন্য ১ হাজার ৫০০ টিকা এসেছে। বিকেল সাড়ে ৪টার পর্যন্ত ১ হাজার ২০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সুষ্ঠুভাবে টিকা দেওয়ার জন্য ডাক্তার, টিকা প্রদানকারী ও গ্রহীতাদের সহযোগিতার জন্য যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা সহযোগিতা করছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. সৌমেন রায় বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়ার সময়সীমা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত অনেক কেন্দ্র ভিড় ছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যতক্ষণ টিকা শেষ হয় ততক্ষণ টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার করে ২৭ হাজার টিকা দেওয়া হচ্ছে। ডাক্তার ও টিকাদানকারী মিলিয়ে ১৫০ জন কাজ করছেন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, জেলায় প্রায় ১৮ লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরও ৩ লাখ ৪০ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, টিকাদান কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ