হোম > ছাপা সংস্করণ

টিকা পাবে এইচএসসি পরীক্ষার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার আওতায় আসছে মৌলভীবাজারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২১ নভেম্বর থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌলভীবাজারের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তাদের এইচএসসির নিবন্ধন পত্রের ফটোকপি ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক পূরণকৃত দুই কপি টিকা কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। টিকা প্রদান করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স রুমে।

সদর উপজেলায় যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবে। কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে ২৪৭ জন। আজাদ বকত হাই স্কুল এন্ড কলজে ১২৩ জন। জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজে ২৪৪ জন। আলহাজ মকলিসুর রহমান কলেজে ১৯৪ জন। হোয়াইট পার্ল কলেজ এর ২২ জন। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ১ হাজার ১১৩ জন। ইম্পিরিয়াল কলেজে ১৬৩ জন। মৌলভীবাজার সরকারি কলেজ এর ১ হাজার ৭৭ জন শিক্ষার্থী টিকা পাবে।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পর্যায়ক্রমে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষা শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ