হোম > ছাপা সংস্করণ

নষ্ট সময় অতিক্রম করছি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন সময়টা খুব দুঃসময়। এ দুঃসময়ে যখন আমাদের সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সব মুক্তচিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির ওপরে। একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি।’

গতকাল বুধবার বিকেলে রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান তাঁর জীবদ্দশায় কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ বইটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ‘বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’ শিরোনামে অনুদূত বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এই বইয়ের প্রকাশনা উপলক্ষেই গতকাল বুধবারের অনুষ্ঠানটির আয়োজন করে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, ‘এ রকম অবস্থায় আমাদের মুখে খুব সুন্দর, ভালো কথা আসে না। আমরা এখন প্রেসক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোর গলায় কথা বলছি। এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই।’

অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও জহির উদ্দিন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান এবং আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ