ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হয়ে নির্বাচন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ার করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান। গত সোমবার দিনব্যাপী শিবপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।