হোম > ছাপা সংস্করণ

‘ক্লিনিকে টিকা শ্যাষ, টিকা না দিয়াই ফিরি’

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নে কিসমত ঝাটিবুনিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে গতকাল সোমবার সকাল থেকে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়। টিকা নিতে এসেছিলেন হোছেন হাওলাদার ও হাসিনা বেগম। উভয়ের বয়সই সত্তর বছরের ওপরে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করে টিকা না নিয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে তাঁদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে ৬–১১ নভেম্বর করোনার টিকা দেওয়া হবে। এর মধ্যে গতকাল সোমবার মাধবখালী, মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হয়। প্রত্যেক কেন্দ্রে ৫০০ জন করে মোট ১ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়।

হোছেন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘বাড়ির ধারে টিকা দেবে হুইন্না কার্ড লইয়া আইছি। হেও দেতে পারলাম না। মোরা প্রায় ১০০ লোক টিকা না লইয়া বাড়ি চইল্লা আইছি।’

স্বাস্থ্য পরিদর্শক ইদ্রিস মিয়া জানান, গতকাল কিসমত ঝাটিবুনিয়া কমিউনিটি ক্লিনিকে চাহিদার তুলনায় টিকা নিতে আগ্রহী লোকজনের উপস্থিতি বেশি ছিল। সবাইকে টিকা দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিলরুবা ইয়াসমীন লিজা বলেন, ‘যারা টিকা নিতে পারেননি তাঁরা বৃহস্পতিবার শিশুরহাট কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নিতে পারবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ