চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংয়ে নিয়োজিত বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে কর্মরত শ্রমিকদের প্রণোদনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল তৃতীয় দফায় ৬ হাজার ৭৫২ জন শ্রমিককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে শ্রমিক ও অপারেটরদের প্রতিনিধিদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন।
গত বছরের জুলাইয়ে প্রথম দফায় প্রত্যেক শ্রমিককে ১১ হাজার ও দ্বিতীয় দফায় চলতি বছরের মে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। বন্দরের শ্রম তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়।