হোম > ছাপা সংস্করণ

মোশাররফ আসছেন ২ ওয়েব ফিল্ম নিয়ে

আবারও পুলিশ চরিত্রে হাজির হচ্ছেন মোশাররফ করিম। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘দাগ’ ওয়েব ফিল্মে ওসি আলমগীর চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। এর আগে ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।

হালকা শীতের রাতে শহরের একটি ডাস্টবিনে পাওয়া যায় এক নবজাতককে। দায়িত্বরত ওসি আলমগীর ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাম-পরিচয়হীন শিশুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সন্তানহীন অনেক দম্পতি শিশুটিকে দত্তক নিতে আদালতে আবেদন করে। সঠিক হাতে নবজাতককে তুলে দেওয়ার দায়ভার পড়ে ওসি আলমগীরের ওপর। এমন গল্প নিয়েই নির্মাণ হয়েছে ‘দাগ’।

মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।’

মোশাররফ করিমের সঙ্গে ‘দাগ’-এ আরও অভিনয় করেছেন আইশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার ও সাবেরী আলম।

আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি। অন্যদিকে, ১২ নভেম্বর বিঞ্জে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘কফিন’। একটি বেসরকারি রেডিও চ্যানেলের ভূত ডটকম অনুষ্ঠানে প্রচারিত গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। হরর জনরার এই সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আছেন অশোক ব্যাপারি, শুভ প্রমুখ। একটি বিশেষ চরিত্রে থাকছেন রোবেনা রেজা জুঁই। কফিন পরিচালনা করেছেন রনি ভৌমিক।

মোশাররফ করিম জানিয়েছেন, গা ছমছমে এক গল্প নিয়ে তৈরি হয়েছে কফিন। যেহেতু হরর জনরার সিনেমা, তাই বুকে সাহস রেখে পর্দায় চোখ রাখার অনুরোধ করেছেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ