হোম > ছাপা সংস্করণ

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে আন্তনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর লাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত যুবকের নাম আল আমিন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের দিলু মিয়ার ছেলে। মা ও স্ত্রীকে নিয়ে ভাবির বাড়ি ঘোড়াশালে বেড়াতে এসেছিলেন আল আমিন।

রেলওয়ে পুলিশ ও ঘোড়াশাল স্টেশনের সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি রেললাইন পার হতে যাওয়া দিলুকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিবারের সদস্যদের অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ