পাথরঘাটা পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি ও নাসির নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন তাঁর প্রতিবেশী। এ ঘটনায় গতকাল শনিবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহনাজ পারভিন।
লিখিত অভিযোগে শাহনাজ বলেন, ৩ বছর আগে ৩ নম্বর ওয়ার্ডে তিনি একখণ্ড জমি কেনেন। ওই জমি কেনার পর থেকে তাঁর প্রতিবেশী সাবেক কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি ও তাঁর পরিবার দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। তাঁর আরেক প্রতিবেশী নাসিরও তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি করে আসছেন মুনিরা ইয়াসমিন। সন্ত্রাসী দিয়ে বসতঘর তুলতে বাধা দেওয়া ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছেন তিনি। এ ছাড়া তিনি পরিবারের সদস্যদের নামে বিভিন্ন মানহানিকর কথা বলে বেড়ান এবং বাসায় আসা অতিথিদের অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন।
অভিযুক্ত মুনিরা ইয়াসমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রতিপক্ষ মহলের ইন্ধনে তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’