হোম > ছাপা সংস্করণ

অসম সাহসিকতা ও সাফল্যের নাম

লুৎফা বেগম

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–

১. খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণে বিশেষজ্ঞদের ভাষ্য কী?

উত্তর: পানিপ্রবাহ বিবেচনায় বিশ্বে আমাজন নদীর পরই পদ্মার অবস্থান।

২. পদ্মা নদীর বিশেষত্ব কী?

উত্তর: স্রোতের কারণে পদ্মার তলদেশ থেকে মাটি সরে যায় বলে ভরা মৌসুমে এ নদী নিজে নিজেই বড় খাদ তৈরি করতে পারে।

৩. পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে রেকর্ড কোনটি?

উত্তর: মাটির ১২০ থেকে ১২২ মিটার গভীরে গিয়ে পাইল বসানো, যা পৃথিবীর অন্য কোনো সেতুতে এর আগে বসানো হয়নি।

৪. পদ্মার বুকে সড়ক-বাতি স্থাপনের কাজ শেষ হয়েছে কবে?

উত্তর: ২৮ এপ্রিল, ২০২২।

৫. পদ্মার বুকে প্রথমবারের মতো সড়ক-বাতি জ্বলে কবে?

উত্তর: ৪ জুন, ২০২২।

৬. সড়কবাতির পাশাপাশি পদ্মা সেতুর সৌন্দর্যবর্ধনের জন্য সেতুতে কোন ধরনের লাইট ব্যবহার করা হবে?

উত্তর: আর্কিটেকচার লাইট।

৭. পদ্মা সেতুতে মোট কটি সড়কবাতি বসানো হয়েছে?

উত্তর: ৪১৫টি।

৮. পদ্মা সেতুর মূল অংশে কটি লাইট রয়েছে?

উত্তর: ৩২৮টি।

৯. পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢালে (ভায়াডাক্টে) কটি লাইট রয়েছে?

উত্তর: ৪৬টি।

১০. পদ্মা সেতুর মাগুরা প্রান্তের ঢালে (ভায়াডাক্টে) কটি লাইট রয়েছে?

উত্তর: ৪১টি।

১১. পদ্মার পুরো সেতুতে কেব্‌ল টানার কাজ শেষ হয়েছে কবে?

উত্তর: ২ জুন, ২০২২।

১২. কোন নিয়ম মেনে পদ্মা সেতুর লাইটিং ব্যবহার করা হয়েছে?

উত্তর: আন্তর্জাতিক মান কোড।

১৩. পদ্মা সেতুতে কতটা দূরত্বে প্রতিটি সড়ক-বাতি স্থাপন করা হয়েছে?

উত্তর: ৩৭ দশমিক ৫০ মিটার।

১৪. পদ্মা সেতুর প্রতিটি সড়ক-বাতির উচ্চতা কত?

উত্তর: ১২ মিটার।

১৫. মাটির গভীরে পাইলিং ব্যতীত পদ্মা সেতু নির্মাণে আরেকটি রেকর্ড কী?

উত্তর: সেতুতে ব্যবহৃত বেয়ারিংয়ের ওজন ও সংখ্যা।

১৬. পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি বেয়ারিংয়ের ওজন কত?

উত্তর: ১০০ টন।

১৭. পদ্মা সেতুতে কতটি বেয়ারিং ব্যবহৃত হয়েছে?

উত্তর: ৯৬টি।

১৮. পদ্মা সেতুতে রেকর্ডসংখ্যক বেয়ারিং ব্যবহারের কারণ কী?

উত্তর: রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও সেতুটি অক্ষত থাকবে।

১৯. পদ্মা সেতুর নদী শাসনের ক্ষেত্রে কীভাবে রেকর্ড সৃষ্টি হয়েছে?

উত্তর: ১৪ কিলোমিটার এলাকা নদীশাসনের আওতায় এনে।

২০. মাওয়া ও জাজিরা প্রান্তে কত কিলোমিটার এলাকায় নদীশাসন করা হয়েছে?

উত্তর: যথাক্রমে ১ দশমিক ৬ কিলোমিটার ও ১২ দশমিক ৪ কিলোমিটার।

লুৎফা বেগম, সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ