হোম > ছাপা সংস্করণ

বই দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বই দেওয়ার কথা বলে স্কুলের ছাদে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দপ্তরির বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বই নিতে স্কুলে আসে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। স্কুলের দপ্তরি (৩৫) নতুন বই দেওয়ার কথা বলে ওই শিশুকে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে তার সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে। অভিযুক্ত দপ্তরি দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে অভিভাবকেরা স্কুলে এসে ওই দপ্তরির বিচার চেয়ে বিক্ষোভ করেন।

বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই দপ্তরিকে খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক ছুটিতে আছেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জন্য দপ্তরির বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহমুদ খান বলেন, ‘ঘটনা জানার পর ওই দিন দুপুরে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গতকাল (বুধবার) দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ দপ্তরিকে আটকে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ