খেলার মাঠে এলাকার নারীরা চলতি মৌসুমের আমন ধান শুকানোয় ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান শুকানো হয়। বলা হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চবিদ্যালয় খেলার মাঠের কথা।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, এলাকার শতাধিক নারী ছোট-বড় নাইলন সুতার তৈরি নেট মাঠে বিছিয়ে ধান শুকাচ্ছেন। কেউ ধান উল্টিয়ে দিচ্ছেন। কেউ ধানের আবর্জনা পরিষ্কার করছেন। আবার কেউবা মাঠের পাশে বসে আছেন।
মাঠের পাশেই বাড়ি রওশনের। তিনি ধান মাঠে শুকাতে দিয়ে বসে আছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘১০ শতক জমির ১২ মণ ধান পেয়েছি সবটুকুই সিদ্ধ করে শুকাতে দিয়েছি।’
সাজেদা নামের নারী আক্ষেপ করে বলেন, ‘চার দিন ধরে ২০ মণ ধান মাঠে শুকাতে দিয়েছি রোদের ত্যাজ কম থাকায় এখনো শুকাইনি। প্রতিদিন সন্ধ্যায় ধানগুলো বস্তায় করে বাড়িতে নেওয়া আবার ভোরবেলা মাঠে আনতে হয়।’