বরিশালে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার সকালে নগরীতে তিনটি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল টিসিবির উপঊর্ধ্বতন কার্যনির্বাহী আল আমীন হাওলাদার।
আল আমীন হাওলাদার জানান, সকাল থেকে নগরীতে তিনটি ট্রাকের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। যা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। ট্রাক থেকে ক্রেতারা সর্বোচ্চ দুই কেজি করে ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬০ টাকা কেজি দরে মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল ১১০ টাকা কেজি দরে কিনতে পারবেন ক্রেতারা।