বাঘা উপজেলার তিনটি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোট আজ। এর মধ্যে নয়টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। অর্থাৎ উপজেলার এক-তৃতীয়াংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
বাঘার আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউপিতে মোট নয়জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে একজন নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এখন ভোটের মাঠে আছেন আটজন চেয়ারম্যান প্রার্থী।
বাঘার তিন ইউনিয়নের মধ্যে বাউসাতেই সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে। নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আছেন বিদ্রোহী প্রার্থী তুফান।