হোম > ছাপা সংস্করণ

মোশাররফের সঙ্গে মিমি ও মিম

ওটিটি ও সিনেমায় মনোযোগ বাড়ালেও টিভি নাটককে ভুলে যাননি মোশাররফ করিম। সংখ্যায় কম হলেও এখনো নিয়মিত ছোট পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এ অভিনেতা শেষ করেছেন ‘হারামখোর’ নাটকের কাজ। জুয়েল এলিনের রচনা ও ইমরান হাওলাদারের পরিচালনায় এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন মিম চৌধুরী ও অনিন্দিতা মিমি। ইমরান ও কনার গাওয়া ‘আমার হৃদয় একটা আয়না’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন অনিন্দিতা মিমি। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে মিম চৌধুরী দীর্ঘদিন ধরেই আছেন নাচ ও অভিনয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা ভালো লেগেছে আমার। আর মিম ও মিমি দুজনেই ভালো করার চেষ্টা করেছে। আমি যথারীতি ওদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার চরিত্রটিতেও বেশ ভিন্নতা আছে।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এবং একটি বস্তিতে হয়েছে শুটিং। পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরে ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

আরও এক নতুন খবর হলো, মোশাররফ করিম শেষ করেছেন ‘মহানগর ২’ ওয়েব সিরিজের শুটিং।  বর্তমানে চলছে আলোচিত এ ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ। প্রযোজনা সংস্থা জানিয়েছে, রোজার ঈদেই দেখা যাবে মহানগরের নতুন অধ্যায়। বড় পর্দায় দেশে মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ অভিনীত তিন সিনেমা—‘বৈদ্য’, ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’, আর কলকাতায় মুক্তির অপেক্ষায় ‘হুব্বা সিং’। কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটি রচনা ও সুরও করেছেন তিনি। সংগীত পরিচালনায় আশরাফ বাবু।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ