দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের করে। গত শুক্রবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করে বোর্ড অফিস বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কার্যালয়ে শেষ হয়। পরে এক পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সৈয়দ ফজলুল হক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রাজন প্রমুখ।