হোম > ছাপা সংস্করণ

মান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত গৃহবধূর নাম আফরোজা বিবি (৩৫)। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কটকতৈল গ্রামের বুলবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বুলবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

গৃহবধূ আফরোজা বিবির শাশুড়ি শুকালি বেওয়া জানান, ছেলে বুলবুল হোসেন, পুত্রবধূ আফরোজা বিবি, নাতি আরশাদুল রাতে খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের একপর্যায়ে নাতিকে তাঁর কাছে রেখে আসেন পুত্রবধূ আফরোজা বিবি। সকালে বাড়ির অন্য একটি ঘরে আফরোজার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

মৃতের স্বামী বুলবুল হোসেন বলেন, ‘টিভি দেখার পর আমরা স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলাম। ভোরে দেখি স্ত্রী আফরোজা বিছানায় নেই। পরে পাশের ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। এ সময় জানালার ছিদ্র দিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের সংবাদ দিই।’

স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এসব বিষয়ে বুলবুল মাঝেমধ্যেই স্ত্রী আফরোজাকে মারপিটও করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তাঁরা।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী বুলবুল হোসেনকে আটক করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ