এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ৩৮ জন অনুপস্থিত ছিল। গত রোববার প্রথম দিনের পরীক্ষায় এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে গোসাইরহাটের ৯৪০ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ৩৮ জন উপস্থিত ছিল না। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের মতে, অনুপস্থিত পরীক্ষার্থীদের বেশির ভাগই ছাত্রী। তাদের অনেকের বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষায় উপস্থিত হয়নি।
জানা যায়, গোসাইরহাট উপজেলায় দাখিল পরীক্ষার কেন্দ্র ছিল ইদিলপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে। এই কেন্দ্রে ২৪ জন অনুপস্থিত ছিল। ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুধু বিজ্ঞান বিভাগের একজন অনুপস্থিত ছিল। কেন্দ্রটির ইদিলপুর দাখিল মাদ্রাসায় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে অনুপস্থিত ছিল ১৩ জন।
পরীক্ষায় অনুপস্থিতির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অনুপস্থিত পরীক্ষার্থীদের বেশির ভাগই ছাত্রী। এদের অনেকেরই বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষায় অনুপস্থিত ছিল।’