সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজন করে।
পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রায় মানবতাবিরোধী অপরাধী রাজাকারদের বিচারের দাবিতে ফাঁসি মঞ্চের প্রদর্শন করা হয়।