হোম > ছাপা সংস্করণ

ক্লাস শুরুর দাবিতে এবার শিক্ষার্থীদের আল্টিমেটাম

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্যের অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গত মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তাঁরা। এর আগে, ২ নভেম্বর থেকে প্রশাসনিক অনিয়ম-অব্যবস্থাপনা ও ১০ দফা দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করেন শিক্ষকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী অধ্যাপক মাহমুদুল আলম। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে উপাচার্যের ছেলেকে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং বর্তমান পরিচালকের (অর্থ ও হিসাব) মেয়েকে অননুমোদিত পদের বিপরীতে সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। উপাচার্যের পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি বরাদ্দ করায় অর্থ ও জ্বালানির অপচয় হচ্ছে। এক কোটির অধিক টাকা রাজশাহীতে একটি বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে।

সেই টাকার বাৎসরিক ইন্টারেস্ট কোথায় ব্যয় হচ্ছে, তার কোনো হিসাব নেই বলে উল্লেখ করা হয়। এদিকে গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে ক্লাস ও পরীক্ষা শুরুর অনুরোধ করেন। শিক্ষার্থীরা জানান, ‘সাত দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। এক দিনের সময় দিয়েছি, এক দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরু না হলে, প্রশাসনিক কর্মকর্তা বা শিক্ষক কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের সব দাবি মেনে নিয়েছিলাম। শিক্ষকেরা হঠাৎ করেই সংবাদ সম্মেলন করেন। নিয়মনীতি অনুযায়ী নিয়োগ হয়েছে। নিয়োগ বোর্ডে আমি ছিলাম না। আর একজনের যোগ্যতা থাকলে তাঁর কি চাকরি হবে না।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ