মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে ডুবে দ্বীপ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটহারজী গ্রামে এ ঘটনা ঘটে।
দ্বীপ ওই গ্রামের ব্যবসায়ী শ্যামল হাওলাদারের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে শিশু দ্বীপ খেলতে গিয়ে পাশের বাড়ির সামনের পুকুরে পরে যায়। দুপুরের দিকে দ্বীপকে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুর তার লাশ পাওয়া যায়।