হোম > ছাপা সংস্করণ

সালিসে অপমান সইতে না পেরে শিক্ষকের ‘আত্মহত্যা’

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের? এ কেমন বিচার? বাদী, বিবাদীপক্ষ, বিচারক এবং এই বিচার ব্যবস্থাকে ধিক্কার!! ফেসবুকে মধ্যরাতে এমন স্ট্যাটাস দেওয়ার পর সকালে কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারে পাওয়া গেছে শিক্ষকের ঝুলন্ত লাশ। গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর কর্মকারবাড়ি এলাকা থেকে লোকনাথ সূত্রধর মৃদুল (২৬) নামের ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবার।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, মৃদুল ও তাঁর বন্ধু সঞ্জয় সূত্রধরের যৌথ অংশীদারত্বে ওই এলাকায় ক্রিয়েটিভ মডেল ইনস্টিটিউট নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তাঁদের মধ্যে কোচিং সেন্টারের আর্থিক লেনদেনের বনিবনা নিয়ে কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে শুক্রবার রাতে পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর খানসহ বেশ কয়েকজন উপস্থিত থেকে সালিসে মৃদুলকে এক লাখ টাকা জরিমানা ও হেনস্তা করেন। বিচারের পর বাসায় না ফিরে রাতে কোচিং সেন্টারেই ছিলেন মৃদুল। পরে গতকাল শনিবার সকালে ওই কোচিং সেন্টারে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

পরিবারের লোকজন মৃদুলের মরদেহের শেষকৃত্য সম্পন্ন করতে ফিরিঙ্গি বাজার শ্মশানে নিয়ে যান। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ বিষয়ে জানতে চাইলে এই ঘটনার বিচারক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর খান ও ইউপি সদস্য মামুন মিয়া বলেন, ‘আমরা এই ঘটনার কোনো জোরালো বিচার করিনি। স্থানীয় সবার উপস্থিতিতে, ওদের কিছুটা শাসন করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাঁদের মারামারির ঘটনায় আহত সঞ্জয় সূত্রধরের চিকিৎসা বাবদ এই ঘটনার মীমাংসার জন্য তাঁর কাছে এক লাখ টাকা চাওয়া হয়। কিন্তু এটা নিয়ে কোনো জোর করা হয়নি।’

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, নিহতের পরিবার লাশ উদ্ধারের পর সৎকারের জন্য শ্মশানে নিয়ে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছে ওই যুবক আত্মহত্যা করেছেন। মামলার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ