কুষ্টিয়ায় ইউপি নির্বাচনের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে অভিমান করে দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের এক নেতা। পদত্যাগকারী ওই নেতার নাম আব্দুল হামিদ। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিএম জুবায়ের রিগানের কাছে পদত্যাগপত্র জমা দেন হামিদ। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
এ সময় আব্দুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর আলি, প্রচার সম্পাদক আব্দুর রশিদসহ ইউনিয়নের শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হামিদ বলেন, আমার ব্যক্তিগত কারণে আর দল করা সম্ভব হচ্ছে না। মনোনয়ন চেয়েছিলাম, দল আমাকে যোগ্য মনে করেনি। যাদের যোগ্য মনে করেছে দল তাদের নিয়ে ভালো থাকুক।
এ সময় দলের সবার প্রতি শুভ কামনা জানান তিনি।