হোম > ছাপা সংস্করণ

শাকিব খানকে রহমত উল্ল্যাহর আইনি নোটিশ

আপত্তিকর মন্তব্যের জেরে প্রযোজক রহমত উল্ল্যাহর পক্ষে চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। তাঁর স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিব খানের ঠিকানায়।

নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাঁকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এমন আক্রমণাত্মক মন্তব্য করায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮-এর ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি।
নোটিশে আরও উল্লেখ আছে, ‘নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে নির্দেশনা রয়েছে।’  

নোটিশটি শাকিব পেয়েছেন কি না জানতে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি শাকিব।  

তবে প্রযোজক রহমত উল্ল্যাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন শাকিব খান। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য দিতে চাই না।’

উল্লেখ্য, ১৫ মার্চ প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে শুটিংয়ে সময় না দেওয়া, সহপ্রযোজককে ধর্ষণসহ একাধিক অভিযোগ জানান রহমত উল্ল্যাহ। ১৯ মার্চ রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাকিব লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখান থেকে বের হয়ে শাকিব খান গণমাধ্যমের কাছে রহমত উল্ল্যাহকে বাটপার, প্রতারক ও ভুয়া বলে উল্লেখ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ