ঢাকার কেরানীগঞ্জে কৃষিজমি থেকে আবাসন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বড়ৈকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন বড়ৈকান্দি এলাকার বাসিন্দারা। বিক্ষোভ সমাবেশ শেষে এলাকাবাসী আবাসন কোম্পানির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে আমান উল্লাহ বলেন, ‘আমাদের দক্ষিণ বাহেরচর মৌজার ১৪১ একর জমি সম্পূর্ণ তিন ফসলি জমি। এ জমিতে কৃষি কাজ করে আমাদের পার্শ্ববর্তী ৫ গ্রামের কৃষক জীবিকা নির্বাহ করেন। আমাদের এ কৃষিজমিতে আবাসন প্রতিষ্ঠিত হলে আমাদের কৃষকেরা না খেয়ে থাকবে।’