ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পেছনের এলাকার লিটন মিয়ার স্ত্রী সুরমা বেগম (৪২) ও জামালপুরের বাসিন্দা গোলাম মোস্তফা। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।