হোম > ছাপা সংস্করণ

গঙ্গাচড়ায় জমে উঠেছে নির্বাচনী আমেজ

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর। সময় যতই ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ চত্বর ততই জমজমাট হয়ে উঠছে বিভিন্ন প্রার্থী, সমর্থক ও ভোটারদের পদচারণায়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকেই মনোনয়নপত্র সংগ্রহ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দু’একজন করে মনোনয়নপত্র জমাদানও করছেন। তবে অধিকাংশ প্রার্থীই শেষ দিন ২৫ নভেম্বরের অপেক্ষায় রয়েছেন।

তিস্তা চরের ইচলী গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘আমাকে কোনো প্রার্থী ডাকেননি। তবুও দুই বন্ধু মিলে উপজেলায় এসেছি কেবল দেখার জন্য।’

সংরক্ষিত মহিলা সদস্য পদের একজন প্রার্থীর স্বামী মমিনুর ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র ১০ দিন আগেই সংগ্রহ করে পূরণ করে রেখেছি। ২৫ নভেম্বর, বৃহস্পতিবার শুভ দিন। ওই দিনই মনোনয়নপত্র দাখিল করব।’

গঙ্গাচড়া ইউনিয়নে সদস্য প্রার্থী আব্দুল মতিনও আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সিদ্ধান্ত ব্যক্ত করেছেন।

উপজেলার ৯টি ইউপি নির্বাচনে চারজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন নোহালী ও আলমবিদিতর ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, বেতগাড়ী ও লক্ষ্মিটারী ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সোহাগ, গঙ্গাচড়া ও মর্নেয়া ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। বড়বিল, কোলকেন্দ ও গজঘন্টা ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ