হোম > ছাপা সংস্করণ

শুটিংয়ে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’

চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং। চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’

করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।

নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’

গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’

হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ