হোম > ছাপা সংস্করণ

ঝিকরগাছায় গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় সরকারি খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান কেনার মধ্য দিয়ে সংগ্রহের কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

আরও বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল প্রমুখ।

প্রবোধ কুমার পাল বলেন, ‘এবার উপজেলায় সরকারিভাবে এক হাজার ৮০ টাকা মণ দরে (২৭ টাকা কেজি) ২ হাজার ৭১৫ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে (১৬শ টাকা মণ) এক হাজার ৬০৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।’

প্রবোধ কুমার পাল আরও বলেন, ‘লটারির মাধ্যমে নির্বাচিত উপজেলার ৯০৫ জন কৃষক গুদামে ধান বিক্রি করতে পারবেন এবং দুটি অটো ও ১৫টি হাস্কিং চালকলের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।’

এদিকে বৃষ্টির কারণে খেতে কেটে রাখা পাকা ধান নিয়ে বিপাকে রয়েছেন কৃষেকেরা। অনেকেই ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এরই মধ্যে সরকারি গুদামে ধান কেনা শুরু করেছে উপজেলা প্রশাসন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ