ঢাকার সাভারে বাসচাপায় সুবল চন্দ্র বর্মণ (৭২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকালে সাভার থানা রোড বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল উপজেলার আশুলিয়ার নয়াপাড়া এলাকার মৃত মদন চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা সুবল চন্দ্রকে সেবা গ্রিন লাইন সার্ভিসের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাসটি জব্দ ও এর চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।