দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে। গতকাল সোমবার সকালে জেলা সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, জেলায় ২৪ ঘণ্টায় ১৩২টি নমুনা সংগ্রহ করা হয়। ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জন শনাক্ত হন। শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ। মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩০৭ জন। শুধু সদর উপজেলাতেই শনাক্ত হয়েছেন ৫২ জন। বিরল উপজেলায় ৭ জন, বিরামপুর, চিরিরবন্দর ও পার্বতীপুরে ৪ জন করে এবং বীরগঞ্জ ও কাহারোলে ২ জন করে শনাক্ত হন। জেলায় বর্তমানে সক্রিয় রোগী আছেন ৩৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করা হলেও জনগণের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি। জনসমাগম ও হাট-বাজারে সামাজিক দূরত্ব মানছেন না তাঁরা। বিধিনিষেধের তোয়াক্কা না করে অধিকাংশ লোক মুখে মাস্ক ছাড়াই চলাচল করছেন।
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই কোচিং সেন্টারগুলো। শহরের মধ্যে তো বটেই পাড়া-মহল্লার ভেতরে কোচিং সেন্টারগুলো তাদের কার্যক্রম অবাধে চালিয়ে যাচ্ছে। সকাল থেকেই এসব কোচিং ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়।
সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, করোনা প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জেলা প্রশাসনকে জনসমাগম হয় এমন অনুষ্ঠানাদির অনুমতি না দিতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে শিগগিরই করোনা প্রতিরোধ কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।