হোম > ছাপা সংস্করণ

অপেক্ষায় আছেন ফারুকী

শিল্পী ও নির্মাতাদের আন্দোলনের কারণে সুরাহার পথে ‘হাওয়া’ ও ‘শনিবার বিকেল’ সিনেমা নিয়ে সৃষ্ট জটিলতা। এরই মধ্যে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে আনীত বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কিছু বিষয়ের সংশোধনী শেষে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর ছাড়পত্রও দেওয়া হবে।

এ বিষয়ে ২৯ আগস্ট চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও অংশীজনদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ঢাকায় হোলি আর্টিজানে যে হামলা হয়েছিল, সেই ঘটনার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ হয়েছে। সেখানে দুজন পুলিশ অফিসার মারা গেছেন। আমাদের পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিদের দমন করেছিল। সেন্সর বোর্ডের অভিমত, সেই বিষয়গুলো সিনেমাটিতে আসেনি। সে জন্য এই দৃশ্যগুলো সংযোজন করতে বলা হয়েছে। সেটি তারা কিছুটা করেছে বলে আমাকে জানিয়েছে। কিন্তু সেটাও যথেষ্ট নয়। তারা আপিল করেছিল। আপিল কর্তৃপক্ষ সিনেমার পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেবে কী কী সংযোজন করা প্রয়োজন। সেগুলো সংযোজন হলে এই সিনেমা রিলিজ করার ক্ষেত্রে যে সমস্যা আছে, সেটি কেটে যাবে।’

শনিবার বিকেল সিনেমাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি এক শটের সিনেমা। নতুন দৃশ্য সংযোজন-বিয়োজন করতে হলে সেই বৈশিষ্ট্য হারাতে পারে সিনেমাটি। এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কী কী সংযোজন করা প্রয়োজন, সেই তালিকা আমি এখনো পাইনি। অপেক্ষায় আছি। তালিকা আমার হাতে আসলে বলতে পারব কী হবে। তবে আমি সিনেমাটি দেশের দর্শকদের দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছি। তাই সিনেমা মুক্তি দেওয়াটা এখন গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ