হোম > ছাপা সংস্করণ

দুর্গাপুরে নকল প্রসাধন কারখানার সন্ধান

রাজশাহী প্রতিনিধি

দুর্গাপুর উপজেলায় একটি নকল প্রসাধন কারখানার সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার এলাকায় এই কারখানাটির সন্ধান পান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩০), রোস্তম ওরফে রাজু (২৮), মোস্তাকিন আলী (২২) ও বিপ্লব হোসেন। এঁদের মধ্যে মোস্তাকিন ও রোস্তম সহোদর। অভিযানের বিষয়ে গতকাল শুক্রবার সকালে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, বিভিন্ন কোম্পানির নাম নকল করে গ্রেপ্তার তিন ব্যক্তি ভেজাল প্রসাধন সামগ্রী তৈরি করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে নকল প্রসাধনী তৈরির যন্ত্র, ব্লেন্ডার, ভেজাল সাদা ক্রিম জাতীয় পদার্থ, ২০ লিটার তরল কেমিক্যাল, ১০ কেজি জেলজাতীয় সাদা ক্রিম, ২০ কেজি পাউডার জাতীয় পদার্থ ও ২ হাজারটি প্লাস্টিকের কৌটা জব্দ করা হয়।

এসপি আরও জানান, গ্রেপ্তার চারজন জিজ্ঞাসাবাদে নকল প্রসাধন তৈরির কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, এসব ভেজাল প্রসাধন ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন মার্কেটে তাঁরা বিক্রি করতেন। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ