রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের মহাপরিকল্পনা (মাস্টারপ্লান) গেজেট নোটিফিকেশনের জন্য মতবিনিময় সভা করা হয়েছে। বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে এটি হালনাগাদ করার লক্ষে এই সভা হয়।
গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের আয়োজনে নগর ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায় পরিকল্পনা উপস্থাপন করেন সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম। এ সময় অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে পরিকল্পনা হালনাগাদ করার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।