আর ৫২ দিন পর শুরু কাতার বিশ্বকাপ। প্রথাগত জুন-জুলাইয়ের বাইরে ও মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ হওয়ায় এবারের আসর নিয়ে আলোচনা অনেক বেশি। খরচের হিসাব তো চোখ কপালে তোলার মতো।
অত্যাধুনিক প্রযুক্তির স্টেডিয়াম-অবকাঠামো নির্মাণ, বিলাসবহুল হোটেলে আবাসন ব্যবস্থা, দলগুলোর অনুশীলন, ম্যাচ আয়োজন, নিরাপত্তা, করোনা নিয়ন্ত্রণ—এমন নানা দিক মিলিয়ে খরচ হবে ২২ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
আগের ২১ বিশ্বকাপ আয়োজনেও এত খরচ হয়নি।