চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) নির্বাহী কমিটির নির্বাচন জমে উঠেছে। আগামী ৯ মার্চ এ নির্বাচনের ভোট হবে। অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টায় নগরীর লেডিস ক্লাবে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান ক্ষমতাসীন সমমনা পরিষদ মনোনীত আকতার-বাচ্চু-বিলু পরিষদের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছে সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম প্যানেল। ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কেউ আবার প্রচারের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে ভোটারদের কাছে নিজেদের পরিচিতিমূলক এসএমএস পাঠিয়েছেন প্রার্থীরা।
সমমনা পরিষদ মনোনীত আকতার-বাচ্চু-বিলু পরিষদের প্রথম সহসভাপতি প্রার্থী ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ‘যেখানে সমস্যা সেখানেই সমাধান—এই নীতিতে আমরা সাধারণ সদস্যদের পাশে ছিলাম। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকব। করোনার সময়ে এক দিনের জন্যও আমরা কাস্টম হাউস ছেড়ে যাইনি। দিনরাত চিকিৎসাসামগ্রী নিয়ে সদস্যদের পাশে ছিলাম।’
এসব কাজের জন্য এবারও সদস্য বিপুল ভোটে সমমনা পরিষদকে বিজয়ী করবেন বলে আশা করেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, ‘লাইন্সেসিং বিধিমালার কালাকানুন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নে কাজ করব।’
সায়েদুজ্জামান-সাজ্জাদ-আজিম প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার লতিফুর রহমান আজিম বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য নির্বাচন করছি। বর্তমান পরিষদ সদস্যদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেনি। জয়ী হলে আমরা কাস্টম হাউস ও বন্দরের সিঅ্যান্ডএফের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করব।’ লাইসেন্স বিধিমালার কালো আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনিও।