জগন্নাথপুর উপজেলার এক ঝোপ থেকে অজ্ঞাত (৩০) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে জগন্নাথপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মজিদপুর এলাকার একটি হাওরের ঝোপের ভেতর অজ্ঞাত নারীর লাশ দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানা উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত আজকের পত্রিকাকে বলেন, ঝোপ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর বাম চোখ নেই। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।