বুড়িচংয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছুরি, পাইপসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ২টার দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার শোভারামপুর গ্রামে আইয়ূব আলী (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের মো. আশিক (২৬), কুমিল্লার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামের মো. ফারুক (৩০) ও কোতোয়ালি মডেল থানার বলরামপুর গ্রামের আল আমিন (২৬)।
দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপপরিদর্শক কাজী হাছানের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের গতকাল সোমবার বিকেলে কুমিল্লার আদালতে পাঠানো হয়।’