খাগড়াছড়ির রামগড়ে একটি খাবারের দোকান আগুনে পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কালাডেবা বাজারে মোল্লা হোটেল নামের ওই দোকানে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত হোটেল মালিক আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডর সঠিক কারণ তিনি জানেন না। তবে এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি।
স্থানীয় কয়েকজন জানান, কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার খবরটি প্রচার করলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
হোটেল মালিক দেলোয়ার হোসেন জানান, হোটেলটি ছিল তাঁর একমাত্র আয়ের উৎস। আগুনে হোটেলের আসবাবপত্র, নিত্য ব্যবহারের জিনিস ছাই হয়ে গেছে। কিছুই উদ্ধার করতে পারেননি।
রামগড় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. ইফতেখার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবার হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।