নরসিংদীর শিবপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে নূরে আলম (৪২) নামের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নরসিংদী সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নূরে আলম শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নূরে আলমের বিরুদ্ধে ৩টি সিআর মামলায় ২ বছর ৭ মাস সাজা এবং ৬৩ লাখ ৩৪ হাজার ৯২৩ টাকা অর্থদণ্ড রয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন।