হোম > ছাপা সংস্করণ

ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ, সাক্ষাৎকার ২২ ও ২৩ ফেব্রুয়ারি

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৬৮৫০ ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া ১৪২৬ থেকে ১১৩৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে যাঁরা শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাঁদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৩৮৫২; ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিন সাক্ষাৎকার শেষে আসন খালি থাকা সাপেক্ষে ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৩৮৫৩ থেকে ৬৮৫০; ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. iu. ac. bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে তৃতীয় মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে এখনো ১ হাজার ২৭০ আসন ফাঁকা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ