মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের লুৎফর আকমালের সাড়ে তিন একর ঘেরের প্রায় ৬ লাখ টাকার মাছ লুট ও পাড়ের প্রায় চার শত কলাগাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া ৪০ হাজার টাকা মূল্যের দুইটি শ্যালোমেশিনও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামে প্রতিপক্ষের হামলায় শরিফুল মোল্যা নিহত হন। শরিফুল হত্যা মামলার আসামি পক্ষের লোক লুৎফর আকমাল ৷ অন্য একটি মামলার আসামি হওয়ায় দীর্ঘ দিন বাড়ি ছাড়া সে।
ক্ষতিগ্রস্ত লুৎফর আকমালের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আসামি হওয়ায় আমি দীর্ঘ দিন বাড়ি ছাড়া। এই সুযোগে প্রতিপক্ষরা আমার ক্ষতি করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, ওই এলাকায় একটি হত্যা সংঘটিত হয়েছে ৷ আর হত্যার মত নেক্কারজনক ঘটনাকে ধামাচাপ দিতে নিজেরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে ৷
এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।