খালের ওপর দাঁড়িয়ে আছে গার্ডার সেতু। কিন্তু সেই সেতুর দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। ফলে গাড়ি চলা তো দূরে থাক, হেঁটে সেতুতে উঠতেও মইয়ের সাহায্য নিতে হচ্ছে পথচারীদের। এই চিত্র চোখে পড়বে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে।
স্থানীয় নাসির উদ্দিনের বাড়ির সামনে খালের ওপর প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ হলেও কোনো সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না এটি। ২০১৯-২০ অর্থবছরে দক্ষিণাঞ্চলীয় আয়ান ব্রিজ পুনর্নির্মাণ (আইভি আরপি) প্রকল্পের অধীন গার্ডার সেতুটি নির্মাণ হয়েছিল। স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের অধীন উপজেলা প্রকৌশল বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করে।
বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার পশ্চিম পাশে জোলাগাতী ফাজিল মাদ্রাসা, উত্তর দিকে শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ, জোলাগাতি হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয়। পূর্ব পাশে তালুকদার হাট, হাওলাদার হাট, শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়।
মাসুম বিল্লাহ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় বৃদ্ধ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুর সামনের বাড়ির বাসিন্দা আল আমিন জানান, প্রতিদিনই এই সেতু দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব ) মো. বদরুল আমিন জানান, দ্রুত সময়ের মধ্যে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে।