হোম > ছাপা সংস্করণ

বিয়ানীবাজার উচ্চবিদ্যালয়ের যাত্রা জানুয়ারিতে

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজার উচ্চবিদ্যালয় নামে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ৬ষ্ঠ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হবে। গতকাল থেকে বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে ভর্তি কার্যক্রম শুরু হয়।

নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই। সম্প্রতি এই বিদ্যালয়ের কার্যক্রম শুরুর জন্য পৌরশহরের পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরির সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ এতে সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মইন উদ্দিন, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুল আলম, আইডিয়াল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন প্রমুখ।

সভায় বিয়ানীবাজার উপজেলা সদরের উচ্চবিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আসন সংকটের সমস্যার কথা তুলে ধরা হয় এবং পৌর এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত এ বিদ্যালয়ের নামকরণ করা হয় বিয়ানীবাজার উচ্চবিদ্যালয়।

এ জন্য উপস্থিত সবাইকে নিয়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর। যুগ্ম আহ্বায়ক করা হয় কসবা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ। যুগ্ম সচিব হন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ