পটে আঁকা ছবির কথা নিশ্চয়ই শুনেছ তোমরা। পটচিত্র হচ্ছে কাপড়ের ওপর আঁকা একধরনের ছবি। প্রাচীনকালে আমাদের এই অঞ্চলে বিশেষভাবে তৈরি কাপড়ের পটের ওপর ছবি আঁকা হতো। যাঁরা পটে ছবি আঁকতেন, তাঁদের পটুয়া বলা হতো। পটচিত্র আঁকার রীতি প্রাচীন বাংলার নিজস্ব রীতি। সে জন্যই এটি আমাদের চিত্রশিল্পের প্রাচীন ঐতিহ্য।
এসব পটচিত্র দেখানোর সময় গাওয়া হতো গান ও ছড়া। গান ও ছড়ার মাধ্যমে পটের ছবির মূল কাহিনি বলা হতো দর্শকদের। শিশুতোষ প্রকাশনী ইকরিমিকরি নিয়ে এসেছে ‘পটের ছড়া’ নামের একটি বই। বইটি পড়লেই তুমি পেয়ে যাবে পটের ছবি ও ছড়া বিষয়ে ধারণা। ছবিগুলো এঁকেছেন নিখিল চন্দ্র দাস। বুঝতে পারছ তো? ছড়াগুলো তিনি নিজে সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। তুমিও কি জানতে চাও বাংলাদেশের নানা প্রান্তে, নানা মানুষের মুখে মুখে কেমন ছড়া ছড়িয়ে থাকত আগে?
বইটির দাম মাত্র ২০০ টাকা।
ছবি সৌজন্য: ইকরিমিকরি